কিভাবে সাহায্য করতে পারি?

প্রকাশনা

আপনি কি ই-বই প্রকাশ করতে চান? বইটই নিঃসন্দেহে সবচেয়ে আকর্ষণীয় প্লাটফর্ম।
এটি খুবই সহজ। আপনি অনুগ্রহ করে আমাদের ইমেইলঃ support@boitoi.com.bd তে আপনার বইয়ের সংখ্যা, কিছু জনপ্রিয় বই ও ফোন নাম্বার ইমেইল করুন। আমরা আপনার সাথে যোগাযোগ করবো। এছাড়াও আপনি আমাদের ফেসবুকে পেইজে মেসেজ করতে পারেন। এই পৃষ্ঠার নিচে আমাদের ফেসবুক পেইজের লিংকটি পাবেন।
অক্টোবর ২০২২ থেকে কোন লেখকের প্রথম বইটি বইটই-এ প্রকাশের জন্য ৫০০ টাকা ফি প্রযোজ্য। তবে এই পুরো টাকা লেখকের উপার্জিত অর্থের সাথে রিফান্ড করা হবে যখন লেখকের উপার্জিত অর্থ ১০০০ টাকা অতিক্রম করে। পরবর্তী বইগুলো প্রকাশ সম্পূর্ণ ফ্রি।
এটি নিমোক্ত বিষয় গুলোর উপর নির্ভর করেঃ ১. বইয়ের সংখ্যা। ২. লেখক/প্রকাশনার জনপ্রিয়তা। ৩. স্বতন্ত্র চুক্তি কিনা। আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
অবশ্য। তবে আমরা অনুরোধ করি যথাসম্ভব দাম কম রাখতে। বাংলাদেশে ই-বই কিনে পড়ার ধারণা এখনো নতুন এবং এটাকে জনপ্রিয় করতে এর ব্যতিক্রম নেই। আপনি চাইলে ফ্রিতেও বই প্রকাশ করতে পারেন। এজন্য বইটই কে কিছু পে করতে হয় না।
আমাদের বইয়ের ফরমেট অনেকটা ই-পাবের মত তবে এতে আমাদের নিজস্ব কিছু পরিবর্তন আছে। আমরা এটাকে RDMK ফরমেট বলি।
তবে আপনি বইয়ের doc/docx/pdf/epub ডকুমেন্ট দিলে আমরা তা থেকে আমাদের ফরমেটে প্রসেস করে নিই।
আপনার বইয়ের কপিরাইট আপনারই থাকবে। তবে বইটির যে ই-বই বইটই এ প্রকাশিত হবে তার মালিকানা থাকবে বইটই এর। এর মানে হচ্ছে, বইটই এ প্রকাশিত ই-বইটি আপনি অন্যকোন কাজে ব্যবহারের জন্য আমাদের কাছে চাইতে পারবে না।
বইটই থেকে পেমেন্ট ক্রস চেকে দেয়া হয়।
বইটই এ বই প্রকাশ করলে আপনাকে একটি পোর্টালে লগিন করার জন্য বিস্তারিত তথ্য দেয়া হবে, যার মাধ্যমে আপনি আপনার সমস্ত আয়, কোন বই কেমন বিক্রি হচ্ছে তা যেকোন সময় জানতে পারবেন।

ফাইল কপিঃ আমাদের ই-বই গুলো অন্য ফোনে কপি করা যাবে কিন্তু অন্য ফোনে না কিনে পড়া যাবে না. কপি করা অনেক ক্ষেত্রে ডাটা সেভিং এর জন্য ভাল, বিশেষ করে গ্রামাঞ্চলে।

লেখা কপিঃ অপব্যবহার রোধ করতে বইটই এ লেখা কপি করার লিমিট আছে।

এনক্রিপশনঃ বইটই এর সব বই এনক্রিপ্ট করা। ডিক্রিপশন কী গুলো সকল বই ও পাঠকের জন্য ভিন্ন। এমন কি আপনি একটি বই দুবার ডাউনলোড করলে ডিক্রিপশন কী ভিন্ন হবে। কেউ যদি এই ডিক্রিপন কী পেয়ে যায় তাও অন্য ফোনে বইটি পড়তে পারবে না। এব্যাপারেও বইটই-এ সিকিউরিটি আছে।

স্ক্রিনশটঃ আমরা মনে করি এই সময়ে স্ক্রিনশট অন্যদের সাথে কোনকিছু শেয়ার করার একটি মজার মাধ্যম। তবে অপব্যবহার এড়াতে বইটই-এ দিনে ৩ টি স্ক্রিনশট নেয়া যাবে। ফোনের তারিখ পরিবর্তন করেও এটাকে এড়ানো যাবে না।

ডিভাইস লিমিটঃ একই একাউন্ট অনেকের সাথে শেয়ার করে অপব্যবহার রোধ করতে একটি বইটই একাউন্ট দিয়ে সর্বোচ্চ তিনটি ফোনে পড়া যাবে। আজকাল অনেকের একটির বেশি ফোন থাকে, তাছাড়া একটি ফোন হারিয়ে গেলে যাতে কোন সমস্যা ছাড়া অন্যফোনে পরা যায় সেজন্য এই লিমিট ৩ রাখা হয়েছে।

সময় লিমিট করা অফারঃ আপনি যদি কোন বই স্বল্প সময়ের জন্য ফ্রিতে দিতে চান, সেক্ষেত্রে বইটই এর ডিক্রিপশনে টাইম লিমিট করে দেয়া যায়। সে সময়ের পরে বইটি না কিনে পড়া যাবে না।

আপনার ২০টি বা তার বেশি বই বইটই এ প্রকাশ হয়ে থাকলে একটি ডিরেক্ট লিংক/শর্ট লিংক নিতে পারেন। এই লিংকে ক্লিক দিলে আপনার প্রোফাইল সরাসরি অ্যাপে দেখাবে এবং পাঠকরা দ্রুত খুঁজে পাবে আপনার প্রোফাইল। এই লিংকের ফরমেট হচ্ছেঃ আপনার ২০ বা তার বেশি বই বইটই এ থাকলে আমাদেরকে জানান।
হ্যা পারবেন। এক্ষেত্রে আপনার পাবলিশার পোর্টালে যে মোবাইল নাম্বার দিয়ে লগিন করেন, সেটি দিয়ে অ্যাপে লগিন করলেই হবে।
প্রোমো কোড দিয়ে প্রোমোশনের ব্যাপারে আমরা খুবই আন্তরিক। অনুগ্রহ করে আপনি আমাদের কে support@boitoi.com.bd এ ইমেইল করুন অথবা ফেসবুক পেইজে মেসেজ দিন। কোড, ডিসকাউন্টের পরিমান, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, কোন বইগুলোর উপর চলবে এই তথ্যগুলো মেসেজে উল্লেখ করুন।

আমাদের প্রোমো কোডের কিছু মজার ফিচার রয়েছেঃ
  • এটি আপনার সব বইয়ে, নির্দিষ্ট একটি জনরার বইয়ে, নির্দিষ্ট কোন লেখকের বইয়ে বা কোন নির্দিষ্ট বইয়ে দিতে পারবেন।
  • একজন পাঠক সর্বাধিক কতবার এই কোডটি ব্যবহার করতে পারবেন তা আপনি ঠিক করতে পারবেন।
  • সব পাঠক মিলিয়ে এই কোডটি সর্বাধিক কতবার ব্যবহার করতে পারবেন, তা আপনি ঠিক করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে আপনি কমপিটিশন বা বন্ধুদের সৌজন্য কপি দিতে পারবেন।
  • আপনি প্রোমোর শুরু ও শেষ তারিখ নির্ধারন করতে পারবেন।
  • প্রোমোকোডটি ক্যাশব্যাকের জন্যও হতে পারে।
  • এর সাথে আপনি একটি ছবিও দিতে পারবেন।
  • ছাড়ের পরিমান পার্সেন্ট (যেমন ৩০%) বা একটি নির্দিষ্ট পরিমান (যেমন ২০ টাকা) হতে পারে
বইটই বিভিন্ন মাধ্যমে প্রচারণা করে থাকে যেমন গুগল/ফেসবুকে এড, অ্যাপস্টোরে এড, ফেসবুক গ্রুপে ও পেইজে নানা আয়োজন, ইত্যাদি। এসব প্রচারণার জন্য আপনাকে কোন টাকা দিতে হবে না। বইটই বিভিন্ন সময় ডিসকাউন্ট কোড বা প্রোমো কোড দিয়ে থাকে। এছাড়া প্রোমো কোডের মাধ্যমে ক্যাশব্যাক দিয়ে থাকে।