কিভাবে আমার বইগুলোর জন্য প্রোমো কোড দিতে পারি?
প্রোমো কোড দিয়ে প্রোমোশনের ব্যাপারে আমরা খুবই আন্তরিক। অনুগ্রহ করে আপনি আমাদের কে support@boitoi.com.bd এ ইমেইল করুন অথবা ফেসবুক পেইজে মেসেজ দিন। কোড, ডিসকাউন্টের পরিমান, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, কোন বইগুলোর উপর চলবে এই তথ্যগুলো মেসেজে উল্লেখ করুন।আমাদের প্রোমো কোডের কিছু মজার ফিচার রয়েছেঃ
- এটি আপনার সব বইয়ে, নির্দিষ্ট একটি জনরার বইয়ে, নির্দিষ্ট কোন লেখকের বইয়ে বা কোন নির্দিষ্ট বইয়ে দিতে পারবেন।
- একজন পাঠক সর্বাধিক কতবার এই কোডটি ব্যবহার করতে পারবেন তা আপনি ঠিক করতে পারবেন।
- সব পাঠক মিলিয়ে এই কোডটি সর্বাধিক কতবার ব্যবহার করতে পারবেন, তা আপনি ঠিক করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে আপনি কমপিটিশন বা বন্ধুদের সৌজন্য কপি দিতে পারবেন।
- আপনি প্রোমোর শুরু ও শেষ তারিখ নির্ধারন করতে পারবেন।
- প্রোমোকোডটি ক্যাশব্যাকের জন্যও হতে পারে।
- এর সাথে আপনি একটি ছবিও দিতে পারবেন।
- ছাড়ের পরিমান পার্সেন্ট (যেমন ৩০%) বা একটি নির্দিষ্ট পরিমান (যেমন ২০ টাকা) হতে পারে