বইটইয়ের সাথে কিভাবে বইয়ের ডকুমেন্ট শেয়ার করতে হয়?
বই প্রকাশের জন্য আপনার বইয়ের ওয়ার্ড ফাইল (doc/docx) ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে। আপনার সাথে আলোচনার পর আপনাকে একটি স্পেশাল লিংক দেয়া হবে। এই লিংকে আপনার ডকুমেন্টগুলো আপলোড করলে তা আমাদের কাছে পৌছাবে।অনুগ্রহ করে Zip ফাইল আপলোড করবেন না। ফাইলগুলো (doc/docx বা বইয়ের JPG/PNG কভার) গুলো আলাদা ফাইল হিসেবে আপলোড করুন। একসাথে একাধিক ফাইল আপলোড করা যায়।