অ্যান্ড্রয়েড
আপনি ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে বইটই-এ পেমেন্ট করতে পারবেন। বইটই প্রায় সকল প্রচলিত বাংলাদেশী পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে। বইটই এর পেমেন্ট SSLCommerz দ্বারা পরিচালিত। এছাড়া আপনি গুগল পে দিয়েও পেমেন্ট করতে পারেন।
আইফোন
অ্যাপল-এর পলিসির জন্য আইফোনে শুধুমাত্র অ্যাপল পে দিয়েই পেমেন্ট করতে পারবেন। অন্যকোন ভাবে আইফোন অ্যাপে পেমেন্ট করা যাবে না।
আপনি একটি প্লাটফর্মে বই কিনে অন্য প্লাটফর্মে পড়তে পারবেন যদি একই ফোন নাম্বার দিয়ে লগিন করে থাকেন।
আপনি গুগল পে দিয়ে অ্যান্ড্রয়েডে এবং অ্যাপল পে দিয়ে আইফোনে পেমেন্ট করতে পারেন। এছাড়া লোকাল পেমেন্ট সিস্টেম দিয়ে এন্ড্রয়েডে পেমেন্ট করতে পারেন, তবে এটি সঠিকভাবে ভেরিফাই করতে না পারলে ট্রানজেকশন ব্যর্থ হতে পারে।
আরেকটি উপায় হচ্ছে ওয়েবসাইট (boitoi.com.bd) থেকে Stripe এর মাধ্যমে পেমেন্ট করা। এটি আন্তর্জাতিক কার্ড সাপোর্ট করে। আরো জানুন
ডলারে পেমেন্ট অ্যাপল/গুগল পে দিয়ে পরিচালিত। এই দুটি সিস্টেমেরই চার্জ অনেক বেশি (৩০%)। তাছাড়া এই দুটি মাধ্যমেই প্রতি বইয়ের জন্য ইচ্ছামত দাম নির্ধারন করা যায় না। যেমনঃ অ্যাপল পে তে দাম গুলো $0.99, $1.99, $2.99 এরকম হতে হয়। এই নিয়ম এবং বেশি চার্জ বিবেচনা করে দাম বেড়ে যায়।
তবে আপনি আমাদের ওয়েবসাইটে (boitoi.com.bd) বই কিনে আইফোন/এন্ড্রয়েড দুইটি অ্যাপেই পড়তে পারবেন। ওয়েব সাইটে পেমেন্টের ক্ষেত্রে টাকায় দেখানো মূল্য ধরা হয়। আপনি যদি বিদেশ থেকে পেমেন্ট করে থাকেন, তাহলে আমাদের পরামর্শ হচ্ছে, ওয়েবসাইট থেকে Stripe এর মাধ্যমে পেমেন্ট করা।