টাকায় ও ডলারে দামের পার্থক্য কেন?
ডলারে পেমেন্ট অ্যাপল/গুগল পে দিয়ে পরিচালিত। এই দুটি সিস্টেমেরই চার্জ অনেক বেশি (৩০%)। তাছাড়া এই দুটি মাধ্যমেই প্রতি বইয়ের জন্য ইচ্ছামত দাম নির্ধারন করা যায় না। যেমনঃ অ্যাপল পে তে দাম গুলো $0.99, $1.99, $2.99 এরকম হতে হয়। এই নিয়ম এবং বেশি চার্জ বিবেচনা করে দাম বেড়ে যায়।তবে আপনি আমাদের ওয়েবসাইটে (boitoi.com.bd) বই কিনে আইফোন/এন্ড্রয়েড দুইটি অ্যাপেই পড়তে পারবেন। ওয়েব সাইটে পেমেন্টের ক্ষেত্রে টাকায় দেখানো মূল্য ধরা হয়। আপনি যদি বিদেশ থেকে পেমেন্ট করে থাকেন, তাহলে আমাদের পরামর্শ হচ্ছে, ওয়েবসাইট থেকে Stripe এর মাধ্যমে পেমেন্ট করা।
এ সম্পর্কিত ভিডিও দেখুন.