কিভাবে সাহায্য করতে পারি?

কিভাবে পেমেন্ট করতে পারি?

অ্যান্ড্রয়েড
আপনি ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে বইটই-এ পেমেন্ট করতে পারবেন। বইটই প্রায় সকল প্রচলিত বাংলাদেশী পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে। বইটই এর পেমেন্ট SSLCommerz দ্বারা পরিচালিত। এছাড়া আপনি গুগল পে দিয়েও পেমেন্ট করতে পারেন।

আইফোন
অ্যাপল-এর পলিসির জন্য আইফোনে শুধুমাত্র অ্যাপল পে দিয়েই পেমেন্ট করতে পারবেন। অন্যকোন ভাবে আইফোন অ্যাপে পেমেন্ট করা যাবে না। আপনি একটি প্লাটফর্মে বই কিনে অন্য প্লাটফর্মে পড়তে পারবেন যদি একই ফোন নাম্বার দিয়ে লগিন করে থাকেন।